পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ৭ মার্চ পালন উপলক্ষে আনন্দ উপযাপন অনুষ্ঠিত হয়েছে ।রোববার পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ মাঠে বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য । বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম,পীরগঞ্জ জাসদের সভাপতি মীর মোহাম্মদ মানিক,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বজ্রকথার সম্পাদক সুলতান আহম্মেদ সোনা প্রমুখ । উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়,উপজেলা আ’লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রওশন আরা আলম রীনা, উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন । শেষে আমন্ত্রীত ও স্থানীয় শিল্পিদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্ক্রতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।